নারী তুমি কন্যা, জায়া ও জননী
তুমি আপন কর্মে মমতায় ঘেরা
নিপুন সুখের ঘরনি
তুমি অপরূপ শান্ত শীতল লাবণি।
তুমি সৃষ্টি সুখের উল্লাসে গরবিণী
তোমাতে রয়েছে প্রাণের আধার
কুশুমকাননে নবনী
ফুলে ও ফসলে সুশোভিত অবনী।
তুমি অমর প্রেমের ঝর্ণা প্রস্রবিণী
তুমি নরম কোমল ললিত কন্ঠে
বিষাদ ও বেদনা হরণী
তুমি আশা ভরসা প্রেরণা প্রসবীনি।
নারী তুমি আলোকিত রাঙা তরণি
তোমার স্নেহে তোমারই মায়ায়
ঝলোমলো করে ধরণী
দ্বিধার সরোবরে তুমি প্রেম সরণি।
তুমি নও জলে ঝিকিমিকি শ্রাবণী
চির ঝলমলে দীপশিখা তুমি
ওগো নও কভু অরণি
সৃষ্টির বিস্ময় তুমি নও তো সারণী।
তুমি সুফলা বৃক্ষ, নও শুধু কামিনী
তুমি ধ্বংসের রূপ আবার
তুমি ওগো পাবনী
অনুপম সুন্দরে তুমিই তো জীবনী।
*****
রচনা কালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪