এই না জয় বাংলা ধ্বনিতে
বাংলাদেশের সন্তানে ভয় পায় না মরিতে।
জয় বাংলা বাংলার জয় ভাসে এই ধমনীতে
বাংলাদেশের সন্তানে ভয় পায় না মরিতে।
এই না জয় বাংলা ধ্বনিতে
বাংলাদেশের সন্তানে ভয় পায় না মরিতে।
জয় বাংলা যে বাংলাদেশের প্রাণ
বুকে লইয়া জীবন দিল কতো মা'র সন্তান
তাদের কথা এই জীবনে পারিবো কি ভুলিতে।
বাংলাদেশের সন্তানে ভয় পায় না মরিতে।
এই না জয় বাংলা ধ্বনিতে
বাংলাদেশের সন্তানে ভয় পায় না মরিতে।
জয় বাংলা এই দেশের মনোবল
এই ধ্বনিতে কতোই দম্ভ হইয়াছে বিকল।
এমন শক্তি সাহস আমি আর পাব কোন জগতে।
বাংলাদেশের সন্তানে ভয় পায় না মরিতে।
এই না জয় বাংলা ধ্বনিতে
বাংলাদেশের সন্তানে ভয় পায় না মরিতে।
জয় বাংলা তো থাকবে চিরকাল
জয় বাংলা ধ্বনি শুনিলে শত্রু হয় নাকাল
লাল সবুজে কান পাতিলে এই ধ্বনি পাই শুনিতে
বাংলাদেশের সন্তানে ভয় পায় না মরিতে।
এই না জয় বাংলা ধ্বনিতে
বাংলাদেশের সন্তানে ভয় পায় না মরিতে।
জয় বাংলা বাংলার জয় ভাসে এই ধমনীতে
বাংলাদেশের সন্তানে ভয় পায় না মরিতে।
এই না জয় বাংলা ধ্বনিতে
বাংলাদেশের সন্তানে ভয় পায় না মরিতে।
*****
রচনা কালঃ ১১ ডিসেম্বর ২০২৪