নিবিড় যতনে গড়া তোমার
উজ্জ্বল মুখ দেখে
বিস্ময়ে পুড়ে হয়ে ছারখার
ফোঁসে উঠে নিন্দুকে।

অপরূপ রূপ দেখে তোমার
জ্বলে উঠে হিংসায়
খুবলে খেতে নেকড়ের দলে
বুক বাঁধে সে আশায়।

মা গো তোমার লাল সবুজে
পড়ে শকুনের ছায়া
কেড়ে নিয়ে বাঙালির প্রাণ
ধ্বংসে তোমার কায়া?

সবুজের বুকে আগুন ধরিয়ে
মাতে আদি উল্লাসে
হিংস্র থাবায় নখের আঁচড়ে
কেঁপে উঠে মনু ত্রাসে।

রক্তের ধারা দেখিয়া আমার
প্রাণ যে কেমন করে,
স্নেহের আঁচল ছায়ায় মোরে
রেখো না গো আর ধরে।

তোমার মাটি তোমার সফল
তোমার নিবিড় কোলে
পায়নি তো ঠাঁই জালিম কভু
কক্ষনো কোনো কালে।

দেখিয়া তোমার মলিন বদন
থাকিব নিরুত্তাপ?
আমরা কি মাগো সেই সন্তান
এ যে বড় অভিশাপ!

স্নিগ্ধ শ্যামল ছায়ায় তোমার
হাস্য বদন খানি
জীবনের দাম দিয়ে আবার
আমরা দিব আনি।

তোমার আদর সোহাগে কভু
ছিল না যে কোনো ছল
একদিন ঠিক বুঝিবে জাতি
মুছো মুছো আঁখি জল।

লাল সবুজের মায়ায় ঘেরা
তুমি মোর ঠিকানা
কারো চক্ষু রাঙানির ভয়ে
হারাতে দেবো না।
*****

রচনা কালঃ ১০ আগষ্ট ২০২৪