তোমাদের মাঝে রয়েছি আমি থাকবো সারা জীবন
নইকো আমি অহংকারী আমি অতি সাধারণ।

তোমাদের খ্যাতি তোমাদের মান আমার সাধনা
তোমাদের তরে সাজানো আমার সকল আরাধনা
আমার ভুবনে তোমরাই সব সাথী আর কেউ নাই
খুঁজিনা কারো ভালোবাসা আর তোমাদের যদি পাই।

আমার বাগানে তোমরাই সব সুশোভিত ফুল ফল
তোমরাই আমার জীবনের যত সুখের কোলাহল
তৃষিত নয়নে খুঁজে ফিরি আমি তোমাদের গৌরব
দুনিয়া জুড়িয়া প্রকাশিত হোক তোমাদের সৌরভ।

তোমাদের মাঝে রয়েছি আমি থাকবো সারা জীবন
নইকো আমি অহংকারী আমি অতি সাধারণ।
******

রচনাকালঃ ১১ ডিসেম্বর ২০১৮