আমার ভাই পিতা পিতামহ
এদেশ করেছে জয়
এদেশের মাটি আপন করে
জীবন করেছে ক্ষয়।
আমরা তাদেরই সন্তান হয়ে
কেমনে সহিবো হায়
যখনই দেখি আমার দেশের
পতাকার মান যায়!
দেশের তরে দিয়েছিল মান
আমাদের মা বোন
স্বাধীনতা আর পতাকা চাই
ছিল এক প্রাণ মন।
আমরা তাদেরই সন্তান হয়ে
কেমনে তা ভুলে যাই
লাল সবুজের চেতনা রেখে
ভিনদেশী গান গাই?
পিতা-মাতা সহোদরের রক্তে
রাঙানো যাদের হাত
লুণ্ঠন করে যারা কেড়েছিল
আমার মুখের ভাত।
পিশাচদের ওই রাক্ষুসী রূপ
কেমন করে ভুলি
সেই সে স্মৃতি হৃদয়ে আঁকে
চেতনার রং তুলি।
*****
রচনা কালঃ ৯ ডিসেম্বর ২০২৪