জাতি, ধর্ম ও দেশের লাগি
দিলো যে জীবনটাই
দুনিয়ার কোনো স্বার্থই যার
হৃদয়ে পেলো না ঠাঁই,

বুঝিবা সে জন হইল শহীদ
বেহেশত বাগের পাখি
লক্ষ কোটি সালাম তাঁদের
এই অন্তরে ধরে রাখি।

ওপারে আছে তাঁদের জন্য
অনুপম এক ঠিকানা
রয়েছে যেথা নরম গালিচা
রেশমী আরাম বিছানা।

যাহাই চাইবে মিলবে সেথা
বিধাতার আপ্যায়নে
না চাহিলেও মনের বাসনা
মিলে যাবে আনমনে।

যেই পথে ভাই হইল শহীদ
সেই পথে রাখো মোরে
এরূপ বাসনা পুশি অন্তরে
লও গো আপন করে।
*****

রচনা কালঃ ১২ নভেম্বর ২০২৪