বহু দূর হতে তোমারে দেখি
আরো কাছে পেতে চায় মন
তোমার বিরহে ওগো প্রিয়তম
এই মন যে আমার উচাটন।
দিবানিশি তোমারে তালাশি
খুঁজে ফিরি মিলন আশায়
অসহায় আমি ওগো এ পথে
দিশা দাও একবার আমায়।
মিটে না ওগো যেন মিটে না
তোমাকে পাওয়ার বাসনা
মরণ যেন হয় তব মিলনে
আর কিছুই আমি চাই না।
জীবনে যদি তব দেখা পাই
রাখবো জড়িয়ে এই বুকে
মরনেও ওগো ছাড়বো না
অনন্ত অসীম মিলন সুখে।
যতদিন রবে এ দেহে পরাণ
আমার এই চাওয়া থাকবে
একদিন ঠিকই মিলন সুখে
দুঃখি মন আমার হাসবে।
*****
রচনা কালঃ ২৪ মার্চ ২০২৪