যেদিন তোমায় প্রথম দেখি
চশমা ঢাকা চোখে
হৃদয় আমার ফিট করেছি
থাকবো আমি সুখে।

তোমায় নিয়ে গড়ব প্রাসাদ
গড়ব আপন রাশি
সত্যি বলছি জানু তোমায়
অনেক ভালোবাসি।

আমায় সুখি করতে তুমি
খাটবে নিশি দিন
ভাবতে ভীষণ ভালো লাগে
বাজে খুশির বীণ।

তোমার উদাস ভাব দেখলে
গলায় লাগে ফাঁসি
সত্যি বলছি জানু তোমায়
অনেক ভালোবাসি।

তোমার হরষ বিষাদ সবই
থাকবে আমার তরে
আমার মাঝেই গুঁজে রবে
সকল ভাবনা ছেড়ে।

পর ভাবনায় দেখলে দুখী
আমার পায় হাসি
সত্যি বলছি জানু তোমায়
অনেক ভালোবাসি।

অকারণেই হাসিবে তুমি
আমার হাসি দেখে
যতই থাকুক কষ্ট তোমার
সব লুকিয়ে রেখে।

তোমার যখন দুঃখ বিলাস
আমি বাজাই বাঁশি
সত্যি বলছি জানু তোমায়
অনেক ভালোবাসি।

দেখতে তুমি ভালোবাসো
আকাশ ভরা তারা
তাইতো আমি ভালোবেসে
গড়েছি সাহারা।

তোমার যখন ভীষণ গরম
আমার ঠান্ডা কাশি
সত্যি বলছি জানু তোমায়
অনেক ভালোবাসি।

তোমার সুখের কথা আমি
ভাবতে চাইনি কভু
তোমায় অনেক ভালোবাসি
বলবো আমি তবু।

তোমার জন্য আমার প্রাণে
দুঃখ রাশি রাশি
সত্যি বলছি জানু তোমায়
অনেক ভালোবাসি।
*****

রচনা কালঃ ২১ মার্চ ২০২৪