পরাধীন এই দুঃখী জনতাকে করিয়া প্রিয়জন
দুচোখে স্বাধীন স্বপ্নে ত্যাগিছ সোনালী যৌবন।
স্বাধীনতার স্বপ্নটা তুমি দিয়েছিলে চোখে বুনে
সেই স্বপ্নটা পূরণ করেছি আমরা বুকের খুনে।

তোমার দৃপ্ত শপথ আমাদেরে দিয়েছিল প্রেরণা
জুগিয়েছ বুকে অমিত সাহস বিজয়ের কামনা।
হাসি ফুটিয়েছি দুঃখি জননীর হৃদয় অন্তঃপুরে
দিয়েছি আনি স্বাধীন সূর্য নীল আসমান জুড়ে।

শ্রদ্ধায় স্মরি যত গুণী জনে জন্মেছে এই বঙ্গে
তুমিই মহান নাই তুলনা আর কারো তব সঙ্গে।
ধ্বংস স্তূপে বিজয়ী জাতিকে করিতে বিনির্মাণ
অকাতরে এই দেশের তরে করেছ জীবন দান।

সবুজ শ্যামল এই বাংলায় পাখিদের কলতান
দেশ জনতার মুখে মুখে থাকবে তোমার গান।
পদ্মা মেঘনা যমুনার জলে বাংলার ঘরে ঘরে
তুমি রয়ে যাবে চিরদিন এই বাঙালির অন্তরে।  

স্বাধীন পতাকা মা মাটি দেশ রাখিতে এর মান
বদলে তার চাইনি কিছুই যায় যাবে যাক প্রাণ।
অন্তঃপুরে রাখবো জড়িয়ে লাখো কোটি সন্তান
তুমি বাঙ্গালী জাতির পিতা ভুলবো না অবদান।
*****

রচনা কালঃ ০৩ নভেম্বর ২০২৪