অভিমানে আজ তুমি বুঝি মা কাঁদছো
দেখছি না গায়ে লাল সবুজের সাজ!
বিজয়ের হাসি তিমির আঁধারে ঢাকা
সারা গায়ে যেন পরেছে দুঃখের ভাঁজ।

তোমার সবুজ শাড়িতে জমেছে ধুলো
লাল সূর্য টা ঢেকেছে কালো মেঘে
মলিন বদনে লুকিয়েছ আঁখি জল
বেদনা বিধুর এ বিজয় উৎসব দেখে।

তোমার এ বদন মলিন করেছে যারা
যাদের দু'হাতে তোমার রক্ত মাখা।
খামচে ধরে দেশের বিজয় নিশান
এই বাংলাতে মেলেছে আবার পাখা।

কেঁদো না মাগো মুছে তব আঁখি জল
ছুঁড়ে ফেলো যত মনের সংশয়।
অঙ্গে তোমার আনবই সেই রূপ
জীবন গেলেও সব বাঁধা করে জয়।

তোমার ওই রূপ দেখিবে বলে মাগো
রাঙাতে তোমায় আপন অনুরাগে।
সাদরে বরণ করিতে সুখের মরণ
লাখো সন্তান এখনও রয়েছে জেগে।
*****

রচনা কালঃ ১৬ ডিসেম্বর ২০২৪