দুঃখের দিনে কেউ নেই পাশে
করছিস অভিমান
একার মাঝেই পাবি রে তোর
জীবনের সন্ধান।

নয় মাস ছিলি পানিতেই ডুবে
একা একাই নির্জনে
শীত ও গ্রীষ্ম কেমন কেটেছে
পড়ে নাকি তোর মনে?

ভালোই তো ছিলি ঐ আঁধারে
তবুও আসলি আলোয়
ক্ষনিকের এই জীবনে দেখলি
জগতটা ভরা কালোয়।

আসমান টা একা আছে তার
আলোয় জীবন ভরা
ভালোবাসায় সাজিয়ে রাখছে
সাধের এ বসুন্ধরা।

ইসলাম এলো নবীজির কাছে
হেরা গুহার একাকীত্বে
মিছে দুনিয়ার মোহ মায়া তাঁর
ছিল না তো কভু চিত্তে।

যে করেছেন এই জগত সৃজন
নাই তাঁর কোনো দিক
এ মহা জগতে তিনি মহা একা
আল্লাহু লা শারিক।

চির নিদ্রাতে মাটির ওই ঘরে
থাকবি রে তুই একা
দরজা জানালা রবে না সেথা
যাবে না কিছুই দেখা!

সেদিনের কথা ভাবলেই মনে
থাকিবে না আর ভয়
একার মাঝেই হবে রে তোর
সব সাধনার জয়।

এসেছি একা যেতে হবে একা
একাকীত্ব ই সার
একাকীত্বে-ই খুঁজে পাবি তুই
জীবনের অহংকার।
*****

রচনা কালঃ ২১ জুলাই ২০২৪