আল্লাহ রাসুল নাম শুনেছি
নয়নে তো দেখি নাই
তোমরা আমায় দাওনা বলে (তাঁরে)
কোথায় গেলে পাই।

(আমি) শুনছি খোদার বসত নাকি
মানুষের অন্তরে
তাহলে সেই মানুষ আবার
কেমনে পাপ করে?

রাসুলের(স) নাম দিবানিশি
জপিছে যেই জন
সেই অভাগা কেমনে করে
বলাৎকার ধর্ষণ?

(আমি) বুঝিনা তো হিসাব তোমার
ওগো দয়াময়
দেখা দাও দেখা দাও তুমি
যদি দয়া হয়।

আল্লাহ রাসুল নাম শুনেছি
নয়নে তো দেখি নাই
তোমরা আমায় দাওনা বলে
কোথায় গেলে পাই।
*****

রচনাকাল: ২৯ এপ্রিল ২০২০