দয়াল মাওলা গো আমারে ক্ষমা কইরা দাও
আমি যে গো মহাপাপী বাঁচার নাই তো বাও।
দয়াল মাওলা গো আমারে ক্ষমা কইরা দাও।

জানিয়া না জানিয়া ওগো বুঝিয়া না বুঝিয়া
কতোই না পাপে গো আমি বাড়াইয়াছি পাও।
দয়াল মাওলা গো আমারে ক্ষমা কইরা দাও।

আমি যে নিঃস্ব অতি তুমি ছাড়া নাই তো গতি
আমারে একেলা ফালাইয়া ভাসাইয়োনা নাও।
দয়াল মাওলা গো আমারে ক্ষমা কইরা দাও।

তুমি তো অন্তর্যামী তোমারে না পাইলে আমি
বিনাশ হইয়া যাব করলে শয়তানে পাকড়াও।
দয়াল মাওলা গো আমারে ক্ষমা কইরা দাও।

তুমি যে সর্বশক্তিমান কেহ না তোমার সমান
ইচ্ছে করলেই পাহাড় ভাইঙা দরিয়া বানাও।
দয়াল মাওলা গো আমারে ক্ষমা কইরা দাও।

কত রঙের এই দুনিয়ায় ডুবিয়া মিছে মায়ায়
খুঁজি নি তোমারে দয়াল আমায় পথ দেখাও।
দয়াল মাওলা গো আমারে ক্ষমা কইরা দাও।

আন্তা ওয়ালিওনা ফাগফিরলি ওয়ারহামনা
তুমি ছাড়া কেউ নাই আর আমারে বাঁচাও।
দয়াল মাওলা গো আমারে ক্ষমা কইরা দাও।

আস্তাগ ফিরুললাহা রাব্বী মিন কুল্লী জাম্বি
ওয়া আতুবু আলাইহি প্রভু কবুল কইরা লও।  
দয়াল মাওলা গো আমারে ক্ষমা কইরা দাও।
*****

রচনা কালঃ ২০ জুলাই ২০২৪