মানুষ ওহে মানুষ এসো আল্লাহর পথে চলি
তাঁরই আশ্রয় চেয়ে শুধুই তাঁর মহিমাই বলি
এজীবনের যত গুনাহ সবই তো তাঁর জানা
বিশুদ্ধ করে নিজেকে তাঁর কাছে চাই পানা।

লুকালে আপন চিত্ত তাকওয়ার আচ্ছাদনে
ইহকাল পরকালে তাহার প্রশান্তি রবে মনে
আল্লাহর কাছে নিজেকে যদি করি সমর্পণ
নির্মল সুখে উঠবেই ভরে সবার দুই জীবন।

সবুর করে অপরের প্রতি থাকলে সহনশীল
আসমান হতে শান্তি বয়ে আনবে আবাবিল
এ বসুন্ধরা হবে মনোহর বাজবে সুখের সুর
জান্নাতি ছায়া করবে মনের দুঃখ ব্যাথা দূর।

সৃষ্টির মাঝে-ই বিরাজ করছে স্রষ্টা মহাজন
তাঁহার খোঁজে সৃষ্টির সেবা করিও হে সুজন
পরকালের ভয় যদি গো থাকে অন্তর ঘিরে
তাঁহার প্রেমের অভিলাষে ভালবাস সৃষ্টিরে।

হৃদয় মাঝে স্থাপন কর আল্লাহর প্রেম প্রীতি
আহ্বান করো তাঁর পানে থাকবেনা ভয়ভীতি
এ পথে গড়বে কঠিন বাধা ইবলিশ শয়তান
তবু এগিয়ে যেতে হবে যায় যাবে যাক প্রাণ।
*****

রচনা কালঃ ৩ জুন ২০২৪