খেতে পারি আমি কলাপাতাতে ও
তবুও কিনেছি ক্রোকারিজ
বেশ তো চলেছে কুঁড়ে ঘরে গুহায়
তবু কেন লাগে এসি ফ্রিজ

বসিতে তো পারি চাটিতে পিরিতে
তবে কেনো সোফা চেয়ার
মোটা চালে গমে পেট ভরে ঠিকই
তবু কেনো এতো লেয়ার

কখনো কি তুমি ভেবেছ হে জ্ঞানী
কেন আছে এত ব্যবধান
এসবই তো মহান বিধাতার খেলা
আছে এতে তাঁর মহা প্লান
*****

রচনা কালঃ ২০ এপ্রিল ২০২৪