যখন কিছুই ছিলো না ওগো
তখনও তো ছিলে তুমি
তুমি বলেছ কূন ফাইয়া কূন
হয়ে গেল এ মহাবিশ্ব ভূমি
মহা জগতের মালিক হে প্রভু
সদা গাইছি তোমার গুণ
আমার তরে দয়া করে তুমি
বলো কূন ফাইয়া কূন
সোজা পথটি দেখাও আমায়
আমি যে পথ চিনিনা
কোন বা পথে তুমি বিরাজো
বলে দাও ঠিকানা
যেই পথ ধরে পার হয়ে গেছে
তব প্রিয় মোমিনুন
প্রকাশিতে তব সেই পথ ওগো
বলো কূন ফাইয়া কূন
তোমার আশিসে বর্ষিত যারা
নিয়েছে তোমাতে ঠাই
সেই পথে ওগো প্রভু দয়াময়
আমিও যাইতে চাই
তুমি আকবর তুমি রাহমান
হে খায়েরুর রাফিকূন
দয়াকরে প্রভু একবার তুমি
বলো কূন ফাইয়া কূন
হাজারো পথের বিভ্রান্তি তে
আমি যে দিশাহারা
তাদের পথে নাও গো মোরে
ধন্য হয়েছেন যারা
তুমি না চাইলে পাব না দিশা
কেঁদে হই যত খুন
আমার তরে দয়া করে ওগো
বলো কূন ফাইয়া কূন
সুখের নহর দান করো মোরে
বুক ফাটে পিপাসায়
তুমি বিনা ভবে সাথী নাই কেহ
অকুল এই সাহারায়
পিরিত আমি অসহায় আমি
তুমি ওগো গানিউন
ভীক্ষা চাইছি তোমার করুণা
বলো কূন ফাইয়া কূন
আমি যে মহাপাপী অপরাধী
দোষের সীমানা নাই
দুয়ারে তব কাঁদি দিবা নিশি
তোমাতেই ক্ষমা চাই
রাহিম কারিম হে করুণাময়
তুমি ওগো গাফুরুন
এ অনুতাপীর ক্ষম অপরাধ
বলো কূন ফাইয়া কূন
*****
রচনা কালঃ ১৯ মার্চ ২০২৪
নোট: আরবি ভাষাগুলো দেখে দিয়েছেন আমার অত্যন্ত স্নেহের ও শ্রদ্ধাভাজন মাওলানা সুলতান মাহমুদ। মহান আল্লাহ তাকে উত্তম পুরস্কার দান করুন।