ত্যাগের মহিমা নিয়ে মুমিনের দ্বারে
আবার এসেছে কুরবানী
এ বুঝি বিধাতার আশিস পাওয়ার
এক অপরূপ হাতছানি।
পরখ করে প্রভু চেয়েছিল জানতে
কোথা ভক্তির শেষ সীমানা
বিধাতার প্রেমে পিতা পুত্রের ত্যাগ
হয়ে আছে ইমানের নিশানা।
আল্লাহর রাহে দুই পাগল প্রেমিকে
প্রভু প্রেমে দিয়েছিল পাল্লা
কুরবানী সেদিনের প্রেমের নিশান
প্রতিদান দিয়েছেন আল্লাহ।
যা-ই কর কুরবানী উট কিবা দুম্বা
ভেড়া হাম্বা কিবা বকরি
আল্লাহর কাছে তার পৌঁছাবে না
রক্ত মাংস কানাকড়ি।
নিরিহ এ পশু গুলো শুধুই প্রতীক
এতো নহে নিছক বাণী
বিধাতা চাওয়া যেনো আমরা করি
মনের পশু টা কুরবানী।
পথ দেখিয়ে গেছেন পিতা ইব্রাহিম
সঙ্গী ছিলেন ইসমাইল
সে পথের কুরবানী কবুল করে প্রভু
মোদেরে করো তার শামিল।
*****
রচনা কালঃ ১৫ জুন ২০২৪