ওগো আমার ওয়ালীউন, তুমি খায়রুর রাহিমীন
না চাহিতে সবই দিয়াছো তার শুধাতে পারিনি ঋণ
মিথ্যা মায়ায় জড়িয়ে আমি খুঁজিনি তো তোমারে
ডুবে আছি কতো জানা-অজানা পাপের সমুদ্রে‌।

সজল নয়নে খুঁজি গো তোমারে বসিয়া অস্ত পারে
ক্ষমা করো ওগো প্রভু দয়াময় পার করো আমারে
এই জীবনে যত গুনাহ্ আছে সবই তোমার জানা
অনুতাপী হয়ে দুয়ারে তব চাইছি গো আজ পানা‌।

তুমি তো পরম করুনাময় ওগো রাহমান ও রাহিম
যায় নাতো গোনা তোমার এ করুণা অনন্ত অসীম
তোমার ক্ষমার ছায়াতলে প্রভু আমাকেও দিও ঠাঁই
তুমি ছাড়া এই জগতে আমার আর তো কেউ নাই।

ওগো আমার ওয়ালীউন, তুমি খায়রুল গাফিরিন
ঢেকে দিও মোর সকল গুনাহ্ শেষ বিচারের দিন‌
ক্ষমা রহমত যত নিয়ামত সবই তো তোমার দান
হাশরের দিনে হে প্রভু আমায় করিও না অপমান।

ওগো আমার ওয়ালীউন, তুমি খায়রুর রাহিমীন
না চাহিতে সবই দিয়াছো তার শুধাতে পারিনি ঋণ
ওগো আমার ওয়ালীউন, তুমি খায়রুল গাফিরিন
ঢেকে দিও মোর সকল গুনাহ্ শেষ বিচারের দিন।
*****

রচনা কালঃ ৯ জুন ২০২৪