শোনো হে মানব ইসলাম দেখো
শান্তির কথা বলে
আপন স্বার্থে হিংসা ও দ্বেষে
জড়িও না কৌশলে।
আবাদ করিও মানব জীবন
প্রেম রেখে অন্তরে
সকলের প্রতি শুধু ভালোবাসা
ঘৃণা নয় কারো 'পরে।
নহে জাতিভেদ সকলের তরে
গড়া এ বসুন্ধরা,
বিধর্মী! বলে করিছো আঘাত?
শোনা হে পথহারা।
আমরা সকলে খোদার-ই সৃষ্টি
কোনো ভেদাভেদ নাই,
সাদা কালো আর আমির গরিব
সবে মোরা ভাই ভাই।
নবীজির পথে কাঁটা বিছাইতো
যেই বুড়ি বেদুইন,
তাহার দুঃখে দুয়ারে ছুটেছেন
আমাদের আল আমিন।
রক্ত হোলি ও বাড়ি ঘর ছাড়া
করিয়াও পেল ক্ষমা,
এটাই তো হলো দ্বীন ইসলামের
মানবতার উপমা।
বেদ্বীনের বোঝা কাঁধে চড়াইয়া
হেঁটেছেন মরু পথ,
অপরের তরে নিজেরে বিলাতে
খুঁজেননি মত-পথ।
আল্লাহর নামে যারা ঘর ছাড়া
তাঁদেরে করিল ভাই,
অপরূপ এমন প্রেমের নজির
আর তো কোথাও নাই।
আজিকে তোমরা অপরের সুখ
হরণ করিছো জোরে,
তোমাদের ভয়ে জড়সড় থাকে
প্রতিবেশী নিজ ঘরে।
ভাইয়ের রক্তে রাঙা তব হাত!
কেমন মুসলমান?
ইসলাম এসেছে শান্তির লাগি
রাখো নাকি সেই জ্ঞান?
আঁখি জল মুছে হাতে হাত রেখে
চলো মোরা সবে গাই,
সকলের তরে সকলে আমরা
যেন সবে ভাই ভাই।
ইসলাম হলো শান্তির দ্বীন
নয়তো তাশের ঘর,
ছোট বড় সবে মিলেমিশে রবো
হবো নাতো কারো পর।
***
রচনাকালঃ ১১ই মার্চ ২০২০