লাল সবুজ এই দেশটা স্বাধীন
হয়েছে কার ইশারাতে
কার ঐশ্বর্যে হানিছো আঘাত
তোমরা নোংরা হাতে।

কার তর্জনী উঠালে আকাশে
পালা তো সকল হায়েনা
আজো কার নামে টগবগ খুন
দাবিয়ে রাখা যায় না।

যার ছবি দেখে আজো শত্রুর
কেঁপে উঠে অন্তর
বাজলে কানে 'ভায়েরা আমার'
কাঁপে সবে থরথর।

স্বদেশের মাটি করিতে স্বাধীন
যারা দিয়েছিল প্রাণ
আঘাত করেছ তাদের গরবে
ভুলে গিয়ে অবদান।

লক্ষ মা বোনে দিয়েছিল মান
ভুলে গেছো কি এ দান
মিছে বেদনায় ভুলে যাব আমি
নই এমন সন্তান।

নিজ নিজ পায়ে কুড়াল মারিয়া
জাতি আজ অসহায়
ছিঁড়ে গেছে পাল কে ধরবে হাল
সবে করে হায় হায়।

দেখো চেয়ে ঐ হিংসার আগুনে
পুড়িতেছে বাড়িঘর
নিজের স্বার্থে বিবাদে জড়ায়ে
ভুলেছে আপন ও পর।

সুজলা সুফলা স্বাধীন এই দেশ
পেয়েছি যাদের দানে
সইবো না কভু তাদের অপমান
রাখিবো এ মনে প্রানে।

এসো ভাই সব ভুলে গিয়ে মনে
যত আছে অভিমান
হাতে হাত রেখে একসাথে লড়ি
বাঁচাতে দেশের মান।
*****

রচনা কালঃ ১৮ নভেম্বর ২০২৪