এই মাটি মম পিতা পিতামহ
ঘামেতে করেছে শুচি
এই মাটিতেই আমরা রোজ
মোদের আগামী রচি।

জন্ম আমার এ মাটি জলের
নির্মল আলো হাওয়ায়
বেড়ে উঠেছি এ মাটির ঘ্রাণে
শুচি এ জলে নাওয়ায়।

সুজলা সুফলা শস্য শ্যামলা
মোদের অপরূপ জমি
রক্তে ঘামে চাষ করে রোজ
সাজাই আপনা ভূমি।

ফসলের স্বাদ নিজের মতো
তুলতে পারিনা ঘরে
নানা অজুহাতে বর্গী ডাকাত
মোদেরে শোষণ করে।

নিপীড়িত আর বঞ্চিত সবে
কেঁদে মরে হায় হায়
অত্যাচারীর এই অপশাসন
কেমনে রোখা যায়।

দূর্ভাবনায় শোষিত জাতির
কাটে দিন রজনী
নির্ভীক এক রাখাল রাজার
ফোঁসে উঠে তর্জনী।

একসাথে সবে লড়তে হবে
শোনায় অভয় বাণী
"যা আছে নিয়ে প্রস্তুত থাকো
মুক্তি দিবোই আনি‌"।

সেই হতে সব একসাথে হয়
আপামর এ জনতা
বুকের খুনে প্রাণপণে লড়ে
ছিনায় স্বাধীনতা।
*****

রচনা কালঃ ২৬ মার্চ ২০২৪