গায়ের রঙে কিবা আসে যায়
থাকলে মনে কালি
যতই লোকে হোক না পাগল
ঝুলা থাকবে খালি।

মানুষে মানুষে ভেদাভেদ ভুলে
জগৎ রাঙাও আলোয়
ভিতরে বহে একই স্রোত ধারা
সাদায় কিংবা কালোয়।

যতই থাকুক টাকা কড়ি আর
যতই রূপের বাহার
সঙ্গী তোমার হবে নাতো কেহ
ভাব বসে একবার।

কিড়ায় খাবে রূপের এই দেহ
থাকবেনা টাকা কড়ি
আসবে না কাজে এ প্রশাধনী
থামিলে জীবন ঘড়ি।
*****

রচনা কালঃ ১৮ জানুয়ারি ২০২৪