পিতামাতা ও ভাই বোনেরা
ওপারে দিচ্ছে পারি
সাধের জীবন সম্পদ আর
বাড়ি গাড়ি সব ছাড়ি
এমনি করেই হারিয়ে যাচ্ছে
প্রতিদিন কতো স্বজন
কখন জানি আমার নামেও
আসবে গো চলে সমন
হয়তো সেদিন হবে না সময়
একটুও ফিরে চাওয়ার
অলবিদা বলে মিটিয়ে নিতে
সমস্ত দাবি দাওয়ার
আমার এ লেখা পড়ছ যারা
শুনিছ আমার গান
পারো যদি দিও ক্ষমা করে
রেখো না অভিমান
জীবন খাতার শূন্য পাতায়
যত আছে পাপ জমা
হে গাফুর প্রভু দয়াময় তুমি
করে দিও মোরে ক্ষমা
*****
রচনা কালঃ ১৫ মার্চ ২০২৪