গভীর রজনী জেগে জেগে শিক্ত কর যায়নামাজ,
যাকিছু সব চাইতে পার খোদার কাছে নাইতো লাজ।
গভীর রজনী জেগে জেগে শিক্ত কর যায়নামাজ।

যেমন করে হেরা গুহে কাঁদত নবী মোহাম্মদ (সাঃ)
চোখের জলে সরিয়ে আঁধার ভাসালো আলোয় এই জগৎ
তেমন করে কাঁদতে হবে চাও যদি বেহেস্তি সাজ
গভীর রজনী জেগে জেগে শিক্ত কর যায়নামাজ।

মানবতার সুখের লাগি কাঁদত যারা রাত্রি দিন
খোদার আশিষ পেল যে তারা খোলাফায়ে রাশিদিন।
তেমন করে কাঁদতে হবে চাও যদি সুখি সমাজ।
গভীর রজনী জেগে জেগে শিক্ত কর যায়নামাজ।

রসুল (সাঃ) প্রেমে বিভোর হয়ে কাঁদত যেজন নির্জনে,
হৃদয় বেকুল প্রার্থনাতে মাহদী খেতাব পাইলো সে।
উদ্ধারিতে বিশ্বভূবন যুগ মসীহের পরলো তাজ।
গভীর রজনী জেগে জেগে শিক্ত কর যায়নামাজ।

যুগ মসীহের সিংহাসন আজ খেলাফতে আশিষ ধারায়
জয় করছে বিশ্ববিবেক মানবতা আর ভালবাসায়।
দেখো অপরূপ অশ্রুধারা সেজদাগাহে হয় দরাজ।
গভীর রজনী জেগে জেগে শিক্ত কর যায়নামাজ।

গভীর রজনী জেগে জেগে শিক্ত কর যায়নামাজ।
যাকিছু সব চাইতে পার খোদার কাছে নাইতো লাজ।
গভীর রজনী জেগে জেগে শিক্ত কর যায়নামাজ।
********
রচনা কালঃ ১২ এপ্রিল ২০১৩