দোয়া করো দোয়া করো
দোয়াতে মন লও হে ঠাঁই
দোয়ায় করো মনোনিবেশ
তার মতন আর সঙ্গি নাই
দোয়ায় দিলে শান্তি মিলে
যার তুলনা নাইরে ভাই।

দোয়া করো দিন কি রাতে
নিভৃতে নিশিথ্ প্রভাতে
মনের যত আবেগ আছে
তাঁর সকাশে ঢালো ভাই।
দোয়ায় দিলে শান্তি মিলে
যার তুলনা নাইরে ভাই।

নিবেদন করো সব ভক্তি
বুঝিবে তাঁর কতো শক্তি
অনাগত বিপদের ভার
তুলে নিবেন মালিক সাঁই
দোয়ায় দিলে শান্তি মিলে
যার তুলনা নাইরে ভাই।

দোয়ার শক্তি সবার সেরা
খোদার ছায়া থাকে ঘেরা
যেই ছায়াতে থাকলে তুমি
ঝড় তুফানেও ভীতি নাই।
দোয়ায় দিলে শান্তি মিলে
যার তুলনা নাইরে ভাই।

হোক বিপদ পাহাড় সমান
হবে না তো দোয়ার সমান
খোদার কাছে সকল শক্তি
আছে জমা দেখছি তাই।
দোয়ায় দিলে শান্তি মিলে
যার তুলনা নাইরে ভাই।

উকুন মশা ব্যাঙের মতো
এরূপ প্রাণী আছে কতো
নমরুদ ফেরাউনি প্রতাপ
এদের কাছে পায়নি ঠাঁই।
দোয়ায় দিলে শান্তি মিলে
যার তুলনা নাইরে ভাই।

মাছের পেটে ইউনূস নবী
আগুনে ইব্রাহিম নবী (আ)
কোন বলে হয়ে বলিয়ান
রক্ষা পেয়ে ছিলেন ভাই?
দোয়ায় দিলে শান্তি মিলে
যার তুলনা নাইরে ভাই।

একের সাথে দশের লড়াই
ইতিহাসে যা দেখিতে পাই
দোয়ার জোরে বদর পারে
লড়াই করে ফেরেসতায়।
দোয়ায় দিলে শান্তি মিলে
যার তুলনা নাইরে ভাই।

নামাজ কলেমার জিকির
দোয়া দরুদ আস্তাগফির
সেজদায় মনের আকুতি
বলে দেখো খোদার ঠাঁই।
দোয়ায় দিলে শান্তি মিলে
যার তুলনা নাইরে ভাই।
*****

রচনা কালঃ ১ জুন ২০২৪