সুখ পেতে যদি লাগে
এত কষ্ট!
সুখ কেন অভিলাষ?

তাই বলি আমি
সুখটাকে ছেড়ে,  
দুঃখকে ভালোবাস।




রচনাকালঃ ১৫ সেপ্টেম্বর ২০০৯