কেমনে গাহিব গুণগান তব
না চাহিতে কর দান
মনোরম এক বাগানের মাঝে
দিয়েছ মোদের প্রাণ।
ফুলে ফলে আজ সুশোভিত
এই বাগানের অলিগলি
সদা গাহি মোরা মহিমা তব
তোমারই পথে চলি।
দূর্বল মোরা অতি সাধারণ
যদি ভুল করি কভু
নিজগুণে ক্ষমা করিও মোদের
হে দয়াময় মহাপ্রভূ।
সাতটি ফুলে যতনে গড়িছ
চমৎকার এক তোড়া
আজীবন রেখো একই বৃন্তে
নাহি ভাঙ্গে যেন জোড়া।
সবুজ সতেজ রাখিও মোদের
পূজনীয় বৃক্ষটি
তোমার প্রেমের পাতায় ঢাকিও
অজানা ভুলত্রুটি।
রচনাকালঃ ২৩ এপ্রিল ২০১৫