কবিতা শুধুই নিছক পদ্য নয়
এ যে সমাজের আয়না!
কবিতায় আছে দেখা অদেখা
হৃদয়ের বায়না।
কবিতায় আছে নিরব প্রাণের
মান আর অভিমান
প্রেম-ভালোবাসা মিলন বিরহ
দুঃখ সুখের গান।

কবিতায় আছে চাওয়া-পাওয়া
হাসি আনন্দ ব্যথা
কবিতায় আছে সংসার ছাড়া
বিবাগী মনের কথা।
কবিতায় আছে অগ্নি শ্লোগান
বিদ্রোহ প্রতিবাদ
অত্যাচারীর লাখো আঘাতের
বিধ্বংসী প্রতিঘাত।

কবিতায় আছে জড়াজীর্ণতা
আছে তার সংস্কার
হারিয়ে ফেলে নিজেকে খুঁজে
পাওয়ার অধিকার।
কবিতায় আছে আনন্দ ব্যথা
কান্না হাসি উপহাস
সুখ-দুঃখ আর জয় পরাজয়ে
জীবনের ইতিহাস।

কবিতায় আছে বিমল সুনীল
গগনে মেঘের কান্না
ঝড়ো সাইক্লোন তুফান খরা
অকুল বিনাশী বন্যা।
কবিতায় আছে বন বনানীর
সবুজের সমারোহ
পাখপাখালীর কিচিরমিচির
ভালোবাসা বিদ্রোহ।

কবিতায় বলে জীবনের কথা
দূর থেকে কাছাকাছি
নিঃশ্বাসে তাই শুধু লিখে যাই
কবিতায় মরি বাঁচি।
কবিতা শেখায় জীবন নদীর
উত্তাল ঢেউয়ে ভাসতে
কবিতায় মিটে প্রাণের তৃষ্ণা
স্বপ্ন দেখায় বাঁচতে।
*****

রচনা কালঃ ০৩ ডিসেম্বর ২০২৪