পাঁচ খুঁটিতে বান্ধা তোমার ঘর
যায় যাবে যাক জীবন তবু
ঈমান রাখো তার উপর।

কলেমা হলে জিকির তোমার
সারা দিনমান
মজবুত হবে সেই ঘর পাবে
সতেজ ঈমান।

নামাজ কায়েম করলে তুমি
সদা সর্বদা
কইবে কথা তোমার সাথে
জীবন্ত খোদা।

রোজা রাখো তাঁহার লাগি
গড়িয়াছেন যিনি
অন্তর টাকে ঝালাই করে
বেহেস্ত নাও কিনি।

যাহা কিছু রিজিক তোমার
সবই খোদার দান
অসহায়ের হক আদায়ে
আনবে ঘরে প্রাণ।

হজ্ব করিতে ভুল করো না
সামর্থ পাও যদি
খোদার ছায়ায় এ ঘর রবে
সজীব নিরবধি।

পাঁচ খুঁটিতে মজবুত করো
তোমার ঈমান ঘর
একটি তাহার দূর্বল হলে
ঘর হবে নড়বর।

আমার এ ঘর তোমার ছায়ে
যেন সজীব রয়
পাঁচ খুঁটিতে কায়েম রেখো
আমায় দয়াময়।
*****

রচনা কালঃ ১০ সেপ্টেম্বর ২০১৫