মাগো তোমার আঁচলের ছায়ে
যেই সুরে দাও ঘুম পাড়ায়ে
কি গভীর মমতায়!
যেই সুরে জাগে শক্তি সাহস
অন্তরে লাগে স্নেহের পরশ
এমন কোথাও নাই।
ওগো মা তোমার গুনগুন সুরে
কি যে মধু মাখে অন্তর জুড়ে
জাগে মনে শিহরণ।
যে সুর বাজে শত কোটি প্রাণে
প্রত্যয় জাগে বুকে বল আনে
জলে ভিজে দুনয়ন।
ধন্য আমি শুনিয়াছি সেই সুর
মনের সকল ভয় করে দূর
বাজাবো সুখের বাঁশী।
টুটি সকল আঁধার তিমির রাত
মধুর সুরে রাঙাবোই প্রভাত
অধরে ফুটাবো হাসি।
এ নয় মাগো শুধুই যে সংগীত
তোমার প্রেমে গড়া শক্ত ভিত
চিরদিন রবে ধরাতে।
কন্ঠ মিলাই এ সুর ভালোবেসে
যায় যদিও প্রাণ টা দিব হেসে
পারবে না কেহ সরাতে।
*****
রচনা কালঃ ৬ সেপ্টেম্বর ২০২৪