ছাত্র সমাজ করেছিল দাবি
অনেক তো আছে মেধাবী
তবে কেনো এই কোটা
তা নিয়ে দেয় খোটা।
শুরু হয়ে গেলো মাতামাতি
এই নিয়ে হলো হাতাহাতি
বন্ধ করতে হবেই হবে
মুক্তিযোদ্ধার কোটা!
ভুলে গিয়ে সকল রীতিনীতি
শুরু হয়ে গেল রাজনীতি
চার দিকেতেই চলছে
লাঠিসোটা ও ঢেল।
অবাক নয়নে দেখেছি হায়
কারো গায়ে হাতে ও পায়
অবিরাম ঝরতেছে রক্ত
লেগে ইট পাটকেল।
ক্ষমতা পাইতে পাগল পারা
জনরোষে বিতাড়িত যারা
সুযোগ বুঝে খামচে ধরে
দেশ জনতার গায়।
আগুন জ্বালে ভাঙে সিন্দুক
ছাত্রের ঘাড়ে রেখে বন্দুক
হামলে পড়ে লাল সবুজ
এই রাষ্ট্রের পতাকায়।
দিবসের সাথে রাত্রি মিশে
শাসকরা ঐ মুচকি হাসে
আরাম কেদারাতে বসে
আয়েশে চিবুয় পান।
হঠাৎ দেখেন পিছনে ফিরে
মৃতের মিছিল ধরছে ঘিরে
এবার টনক নড়ে যখন
কেদারায় লাগে টান।
শাসক দল নড়ে চড়ে বসে
ছাত্র সমাজ ও অঙ্ক কষে
নাশকতার দায় টা কার
কে নেবে এর ভার?
দেশটাকে যে বাঁচাতে হবে
ছাত্র যুবা একসাথে রবে
যা কিছু ধন আছে সব
সম্পদ দেশ মা'র।
*****
রচনা কালঃ ১৯ জুলাই ২০২৪