জীবন বাজি রেখে তোমরা লড়েছিলে
আমাদের স্বাধীনতা আনতে
বুক ফেটে যায় শোকে হে বিজয়ী বীর
তোমাদের শব দেহটা বইতে।

তোমরা ক'জন মিলে রুখতে অবিচার
পেরিয়েছো কত বাঁধা বিঘ্ন
তোমাদের এই দান ভুলবো না আমরা
রয়ে যাবে সদা প্রেম চিহ্ন।

তোমরা ক'জনেই ছিলে অতন্দ্র প্রহরী
স্মরিবে তা এ জাতি গৌরবে
লেখা রবে চিরদিন ইতিহাসের পাতায়
তোমাদের নামটি সৌরভে।

তোমরা-ই দিয়েছ আনি সোনার হরিণ
আমাদের শ্যামল এ মাটিতে  
সেই গৌরব আছে আজো ও অমলিন
চিরদিন রয়ে যাবে স্মৃতিতে।

হোক মঙ্গল হে বীর শেষ যাত্রা তোমার
চির নিদ্রায় থাকো সুখে
শুভকামনায় তুমি মিশে রবে চিরদিনই
যতই বিভোর থাকি শোকে।
*****

রচনা কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৪