মা, সবাই যেমনটা বলে
ঐ আকাশে তুমি লুকিয়ে আছো!
আসলেও কি ঠিক তাই?
চৈত্রের দাবদাহে বৈশাখের ঝঞ্ঝায়
ওই আকাশ থেকে এই
এলোমেলো আমাকে কখনো কি
তুমি দেখতে পাও?
তুমি কি শুনতে পাও ভয়ে কম্পিত
তোমার খোকার আর্তনাদ?

মা, তুমি কি জানো?
আজ আমার চতুর্পাশে শুধু অবহেলা,
চোখ রাঙানো আর শকুনের থাবা।
অসহনীয় প্রতিকূলতার মাঝেও
লড়ে যাচ্ছি একাকী আমি
এই অকুলে সাথী কেউ নাই।
কেউ নাই একটু ছায়া হয়ে দাঁড়াবে,
ভরসা দিয়ে বলবে "পাশে আছি"।
তুমি কি দেখতে পাও?

মা, আমার ছোট বড় কত শত ভুল
শুধরে দিতে মাথায় হাত বুলিয়ে,
বিপদে ধৈর্য ধরতে বলতে।
শত আঘাত সয়েও ধৈর্য ধরে যাচ্ছি।
আমি যে আর পারছিনা মা।
আমি বড় একা হয়ে গেছি!
বাঁধভাঙা চোখের জল কে থামাবে?
আসমান হতে তুমি কি এতটুকু ছায়া
পাঠাতে পারো তোমার খোকাকে?
*****

রচনা কালঃ ১২ মে ২০২৪