চাইনা গো আমি চাইনা পাইতে
তুমি হীনা কোনো সুখ
যে সুখ আমায় ভুলাবে তোমারে
যে সুখে আমি হারাবো তোমারে
দেখিবো না তব সুন্দরতম মুখ
আমি চাইনা এমন সুখ।

চাইনা গো হতে এমন জ্ঞানী
যে জ্ঞানে ভুলিব তোমার বাণী
যে জ্ঞানের আলোয় পড়বে ঢাকা
তোমার অপরূপ মুখ
আমি চাইনা এমন সুখ।

যে নেশা তোমারে দেয় না ভুলিতে
জীবনটা সাজে তোমারই তুলিতে
সে নেশায় রেখো মাতাল করিয়া
চাই না গো পেতে হুঁশ
তোমায় পাওয়ার মদিরায় রেখো
আমায় করে বেহুঁশ।

তোমারে পাইতে যে আঁখি ঝরে গো
সে আঁখির জল ফুরাইও না
আঁখি জলে ধুয়ে তোমার চরণ
মেটাইবো মনো বাসনা
সে আঁখির জল ফুরাইও না।

চাইনা গো আমি চাইনা পাইতে
তুমি হীনা কোনো সুখ
যে সুখ আমায় ভুলাবে তোমারে
যে সুখে আমি হারাবো তোমারে
দেখিবো না তব সুন্দরতম মুখ
আমি চাইনা এমন সুখ।
*****

রচনা কালঃ ১৯ জুন ২০২৪