বাংলাদেশের কাঁদা মাটি জলে লেখা আছে যার নাম
সে যে আর কেউ নয় জাতির পিতা শেখ মুজিবুর রহমান।

লাল সবুজ ওই পতাকার মাঝে দেখা যায় যার ছবি
তিনি মহান নেতা বঙ্গবন্ধু বিশাল আকাশের ঝলমল রবি।

এই বাংলাদেশের বিশাল আকাশে সূর্য কিন্তু একটাই
যেভাবেই তুমি আঘাত করো জেনে রেখো তার ক্ষয় নাই।

চেয়েছে কতো না দুষ্টের দলে নিভাতে রবির এ কিরণ
বারে বারে তারা জেনে গেছে এর আসিবে না কভু মরণ।

আকাশেতে মেঘ যতোই জমুক হোক না যতই কালো
ধিরে বয়ে যাওয়া ঝিরিঝিরি বায়ু দেখাবে আবার আলো।

আসিবে আবার রবির কিরণ এদেশকে ভালোবেসে
এই সবুজ শ্যামল বাংলা দেশটা আবারও উঠিবে হেসে।

তাহার কীর্তি যাবে না তো মুছা তাহার নাই তো শেষ
চিরকাল রবে ইতিহাসে লিখা সে যে আমার বাংলাদেশ।

বাংলাদেশের কাঁদা মাটি জলে লেখা আছে যার নাম
সে যে আর কেউ নয় জাতির পিতা শেখ মুজিবুর রহমান।
*****

রচনা কালঃ ২৮ আগষ্ট ২০২৪