সবুজ শ্যামল ছায়া সুনিবিড়
ছোট্ট একটি গ্রাম
বাসা বেঁধে আছে অন্তরে মম
কোড্ডা তাহার নাম।
তিতাসের জলে কুলুকুলু রব
আমার অহংকার
রেলগাড়ি চলে ঝম ঝমাঝম
কি মধুর ঝংকার।
সকাল ও সাঝে অন্তরে বাজে
পাখিদের কলতান
ভরদুপুরের মাটি ফাটা রোদে
কৃষকের মুখে গান।
শিউলি বকুল হিজলের ফুলে
সাজানো মাতৃভূমি
দিগন্ত ছোঁয়া সবুজের বুকে
আসমান যায় চুমি।
ঝিলের জলেতে শাপলা পদ্ম
ফুটে থাকে থরে থরে
পানকৌড়ির ডুবাডুবি খেলা
জেগে আছে অন্তরে।
বর্ষার জলে পাল তোলা নাও
রাজহংসের সারি
মাঝির কণ্ঠে শুনিয়াছি কত
সুমধুর জারি সারি।
হৃদয় আমার এ গাঁয়ের পানে
ছুটে আসে বারবার
ভুলিতে পারিনা মাটির সুবাস
সবুজের সমাহার।
ভুলিতে পারিনা আমার গায়ের
শত শত হাসি মুখ
সকলের মাঝে খুঁজিয়া বেড়াই
শত জনমের সুখ।
*****
রচনাকাল: ০১ আগষ্ট ২০২০