একদিন তুমি ছিলে কত যে আপন
আজ কেন এতটা দূরে
মনেকি পরেনা সেই স্মৃতি গুলো
ভুলিতে পারিনা আমি একেবারে

কোন এক বর্ষার বিকেল বেলায়
দুইজনে একসাথে ভেসেছি ভেলায়
ঘরমুখো পাখিদের কোলাহলে
মিশেছিল দুটিমন সুরের মেলায়

ভুলিতে পারো কি সেই পূর্ণিমা রাত
পুকুরপাড়ে বসে হাতে রেখে হাত
অবিরত জোনাকির আলোর মেলায়
ঝড়েছিল আমাদের প্রেমের প্রপাত

সুখের সেদিন গুলো আজো জাগরূক
হারায়নি এক বিন্দু
হাজারো সুখের স্মৃতি মালা গেঁথে
গড়ানো হৃদয়ে এক প্রেম-সিন্ধু

একদিন তুমি ছিলে কত যে আপন
আজ কেন এতটা দূরে
মনেকি পরেনা সেই স্মৃতি গুলো
ভুলিতে পারিনা আমি একেবারে

রচনাকাল : ২১ অক্টোবর ২০১৬