তুমি ফন্দি করে কত হাসিমুখ
করেছ প্রেমে বন্দী
তোমার জন্য কাঁদতে শিখেছে
বিরহী সুবীর নন্দী‌।

ঐ কালো কেশে খোঁপা বাঁধিয়া
গাঁথিয়া দিয়াছো ফুল
যেখানে ফাসিয়া নির্বাক হলো
বিদ্রোহী নজরুল।

ফুলের মেলাতে দুলিয়া তুমি
ডেকেছিলে ছলনায়
অখিল বন্ধু ঘোষে কেঁদে মরে
ওই মরু সাহারায়।

ফুল পাতা সব ধ্বংস করেছো
ফাগুন নিয়েছো কেড়ে
মান্না দে আজো পায়নি ভেবে
আসলে কে গেছে হেরে।

তোমার ইশারাতে পাড়ি দিয়ে
ঐ অসীম সমুদ্দুরে
ফেরার সময় পেরিয়ে ভুপেন
এখনো ভয়েতে মরে।

সুখের আশায় ঘর বাঁধে তবু
সুখ থাকে বহুদূর
দেখেছিল তব মায়ার ছলনা
রবীন্দ্রনাথ ঠাকুর।

এমনি হাজারো মনের কাছে
প্রশ্ন রেখেছে বাবু
প্রেম বলে কিছু নেই এ ভবে
প্রেম চাই সবে তবু।
*****

রচনা কালঃ ৭ নভেম্বর ২০২৩