তোমাকে আমি চাইনি তো শুধু
শীত, বর্ষা ও শরতে
জড়িয়ে নিয়েছি তোমায় ওগো
জীবনের প্রতি পরতে।

তোমাকে ছাড়া ভাবিনা কিছুই
তোমাতেই করি বাস
প্রতি পলে আমি রয়েছি মিশে
তোমাতেই বার মাস।

তুমি ছাড়া আমি প্রাণহীন দেহ
তুমিই আমার বিশ্বাস
এই জড়দেহে তোমাকে করেছি
প্রাণ সঞ্চারি নিঃশ্বাস।

তুমি যে আমার সব কোলাহল
আমার সকল ভাবনা
তোমাকে ছাড়া জীবন আমার
শব্দহীন এক রচনা।

তুমি আছো, সবই আছে মোর
সুন্দর এই ভুবনে
তুমি নাই তো কোনো কিছু নাই
শূন্য আমি জীবনে।

জীবনে মরণে তোমার ওই রূপ
গেঁথে আছে অন্তরে
আমারে বেঁধেছি তোমার সঙ্গে
দুই জগতের তরে।

তুমি যে আমার জীবনের গতি
বহতা শোণিত ধারা
তোমার আমার এ বাঁধন কভু
যাবে না ওগো ছিঁড়া।

তোমাতে আছি রবো তোমাতে
আসুক ঝড় তুফান
দাস হয়ে আমি রবো চিরকাল
যতদিন আছে প্রাণ।
*****

রচনা কালঃ ১৮ মে ২০২৪