জাগোরে জাগো মুসলমান
সময় বয়ে যায়
ফেরেশতাকুল এনাম লয়ে
ডাকিছে তোমায়।

আর রইওনা ঘুমের ঘোরে
ও ভাই মুসলমান
হৃদয় উজার করিয়া গাও
মহান খোদার শান।

ডাকিছে মালাইকা তোমায়
পড়তে তাহাজ্জুদ
সেহেরী খাও রোজা রাখো
সওয়াব লও অযুত।

ঘুমের চেয়ে নামাজ ভালো
বলছে মোয়াজ্জিন
বাদ ফজরে কুরআন পড়ে
সাজাও সুখের দিন।

দিবসজামি কাটুক তোমার
রহমানের জিকিরে
পাহারাদার ফেরেশতা সবে
রাখবে তোমায় ঘিরে।

ক্ষুধা তৃষ্ণার আগুনে পুড়ে
জীবন করো খাঁটি
ইফতারির আনন্দে সাজো
সজীব পরিপাটি।

করুণাময়ের অসীম দয়ায়
ক্ষমা আর নাজাত
লভিয়া দুই জাহানেই ভাই
গড়ো সুখ প্রপাত।
*****

রচনা কালঃ ১২ মার্চ ২০২৫