তুমি জুবায়ের নাকি সাদ
থাক না এসব বাদ!
সকল মুসলিম উম্মতেরই
নবী প্রিয় মুহাম্মাদ(সা.)।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়
বলেছেন সৃষ্টিকর্তা,
ধর্মগ্রন্থ খুলে দেখো ভাই
পাবে তুমি সেই বার্তা।
তবু করছ এতো খুনাখুনি
ঝরছে এতো রক্ত!
কার পেশিতে শক্তি বেশি
কে বা কাহার ভক্ত!
ইসলাম মানে শান্তির দ্বীন
গেছেন নবীজি বলে,
দ্বীনের পথে থাকলে রবে
শান্তির ছায়া তলে।
আমির গরীব বর্ণে গোত্রে
কোনো ভেদাভেদ নাই,
দুনিয়ায় যত মানুষ আছে
সবে মোরা ভাই ভাই।
আমার ধর্ম সকলের সেরা
দেখাতে হবে নমুনা,
মিছে দম্ভের নেশায় থামুক
রক্ত গঙ্গা যমুনা।
ভালবাসা থাক সবার তরে
ঘৃণা নয় কারো 'পরে,
ধর্মের নামে বিভেদ ছাড়ো
প্রেম গড়ো অন্তরে।
*****
রচনা কালঃ ১৮ ডিসেম্বর ২০২৪