তোমার দেয়া আঘাত গুলো পুঞ্জীভূত হয়ে
ভ্রুনের মতো ধীরে ধীরে মনের গর্ভাশয়ে
ভীষণ রকম কেঁপে কেঁপে
উঠছে বেজায় ফোলে ফেঁপে
মনে হচ্ছে নিজেকে যেন পোয়াতি রমনী।
প্রসব বেদনা সময়ের গতির সাথে
পাল্লা দিয়ে ক্রমশ বাড়ছে।
বহুরূপী ক্রমবর্ধমান এই বেদনা গুলোর
হাত পা ছোড়াছুড়ি না পারছি সইতে
না পারছি বইতে।
এ এমন এক গর্ভধারণ যাকে ইচ্ছে করে
যার গর্ভপাত ঘটানো যায় না।
কোনো ডাক্তার এর চিকিৎসা দিতে পারেনা।
দিনে দিনে প্রতীক্ষার প্রহর দীর্ঘ থেকে
আরও দীর্ঘতর হচ্ছে।
তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রসব বেদনা।
কখন ভূমিষ্ঠ হবে, কখন মুক্তি!
কখন হবে এ ব্যথার অবসান।
হয়তো আদৌ হবেনা!
এই ব্যথাই কেড়ে নেবে প্রাণ।
*****

রচনা কালঃ ২০ নভেম্বর ২০২৩