মিথ্যা অহংকারে তোমার
জমিনে ছুঁয় না পা
প্রতি হিংসায় বলছো মুখে
যখন যা আসে তা।

অপদস্থ ও অপমান করে
নিতে চাও প্রতিশোধ
কি করার ছিল কি করেছ
ভাবো ছেড়ে সব ক্রোধ।

জাগ্রত করো বিবেক তব
ছাড়ো প্রতিহিংসা
বিবেচনা বোধে আসবেই
মুখে প্রেমের ভাষা।

নিজের ভুল খুঁজে পেলে
করো অনুশোচনা
অন্য ঘাড়ে দোষ চাপিয়ে
সমাধান খুঁজোনা।

পাবেনা কোনো ফলাফল
বিধাতা না চান যদি
যতই শক্ত পোক্ত হোকনা
তোমার রূপের গদি।
*****

রচনা কালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৪