সাত কোটি বাঙালির একটাই গান
ভালোবাসা মমতায় করেছিলে দান
এনে দিতে স্বাধীনতা সুখের ডালা
তুমি বলেছিলে বাবা জয় বাংলা।
তব সুর করেছিলে হৃদয়ে নিবেশ
সেই সুরে বাঙালিরে দিলে বীরবেশ
অধিকার বুঝে নিতে শেখালে তুমি
রাখবো না অপরে তে আপন ভূমি।
কোটি জনতার মুখে তোমার এ গান
বেজে ওঠে একসাথে যায় যাক প্রাণ
আঙুলের ইশারাতে বাড়ে মনোবল
বাঙালিরে রূখিবে আছে কার বল।
প্রেরণায় ছিলে তুমি আর সেই গান
হেসে হেসে বাঙালি ঢেলে দিল প্রাণ
তোমার বাঁশির সুরে ভেঙে মনোবল
অপমানে পালিয়েছে শোষকের দল।
স্বাধীন হল মোদের আপন ভূমি
ভালোবাসা প্রেরণায় জনক তুমি
এনে দিলে স্বাধীনতা বিজয় মালা
তুমি বলেছিলে বাবা জয় বাংলা।
*****
রচনাকালঃ ১৫ আগষ্ট ২০১৭