আজও কানে ভাসে রাত ভোর হলে
প্রকৃতির বুকে মায়া ঢেউ তুলে
‌ডাকিতে মধুর সুরে।

প্রাণ কেড়ে নেওয়া করুন ওই সুরে
আকুল করিতো দূর হতে দূরে
ভুলি তা কেমন করে।

আজও কানে ভাসে আজানের ধ্বনি
মমতা মেশানো আহ্বান শুনি
জুড়িত মুমিন প্রাণ।

নাজাতের আশায়, ইনামের লোভে
আরশ কাঁপানো সেজদায় ডুবে
কেঁদে হতো খানখান।

আজও কানে ভাসে ফজরের পরে
দরাজ কন্ঠে কি মায়াবী সুরে
আল কুরআনের বাণী।

ঢালিছে কে যেনো বেহেস্তি মেওয়া
হৃদয় জুড়ানো প্রশান্তি দেওয়া
কাউসারের ওই পানি।

আজও দোয়া করি দুই হাত তুলে
শান্তিতে তুমি ঘুমাও ঐ কুলে
বেহেশত বাগিচায়।

যাহারা পেয়েছেন এনাম খোদার
তাদের সঙ্গ নসিবে তোমার
দেয় যেনো বিধাতায়।
*****

রচনা কালঃ ৩০ মার্চ ২০২৫