যত বলি থাক না
খুলিস না ঢাকনা
যেটুকু রয়ে গেছে
সেইটুকু থাক না
দেখে নীল আয়না
করিস না বায়না
তবু নাহি থামবে
খোলস টা ভাঙবে
পারে যদি আনবে
নয় আরো ঘামবে
তবু নাহি মানবে
অবশেষে কানবে
দেখে মামা ভাগ্না
গজিয়েছে পাখনা
বলি তারে দেখনা
কেহ নহে আপনা
এতো মেকি কান্না
লাগছে যে ঘেন্না
কথা নাহি শুনবে
বসে দিন গুনবে
যেদিন সে বুঝবে
নিজেকেই খুঁজবে
সবকিছু হারিয়ে
আঁখি জল মুছবে
করে মিছে ভাবনা
শুধু ক্ষতি লাভ না
আজো বলি থাক না
খুলিস না ঢাকনা
যেটুকু রয়ে গেছে
সেইটুকু থাক না
*****
রচনা কালঃ ১২ নভেম্বর ২০২৩