(স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি)
তুমি গর্ব তুমি গৌরব
তুমি মহান নেতা
তুমি উৎসাহ তুমি শক্তি
তুমিই স্বাধীনতা।
তুমি পদ্মা তুমি যমুনা
তুমি বাঙালির সুখ
তুমি ভক্তি তুমি প্রেরণা
তুমিই বাংলার মুখ।
তুমি আনন্দ তুমি হাসি
তুমি মুখের ভাষা
তুমি স্বপ্ন তুমি অনাবিল
তুমিই ভালোবাসা।
তুমি শান্তি তুমি প্রগতি
তুমি বিকাশ ধারা
তুমি দৃঢ় তুমি অবিনাশ
তুমি ঐ ধ্রুবতারা।
তুমি দৃপ্ত তুমি নির্ভীক
তুমি অবিচল
তুমি যোদ্ধা তুমি দিশারী
তুমিই মনোবল।
তুমি বন্ধু তুমি প্রিয়জন
তুমি বাঙালির মিতা
তুমি অম্লান তুমি অক্ষয়
তুমিই জাতির পিতা।
*****
রচনা কাল: ১৩ জানুয়ারি ২০২১