স্বাধীনতা মানে শিশুর মুখে
থোকা থোকা ‘মা’ ডাকা,
স্বাধীনতা মানে চিন্তিত মা’র
বিনিদ্র রাত জাগা।

স্বাধীনতা মানে বৈশাখি মেলা
কৃষ্ণচুড়ার হাসি,
স্বাধীনতা মানে এক সাথে চলা
বহু জাত ভাষাবাসি।

স্বাধীনতা মানে আষাঢ় মাসের
অঝোর ধারার ঢল,
স্বাধীনতা মানে প্রতিক্ষমান
প্রেমিকার চোখে জল।

স্বাধীনতা মানে লাঞ্চিতা বোনের
কান্নার মৃদুস্বর,
স্বাধীনতা মানে রবি, নজরূল
আর শেখ মুজিবর।

স্বাধীনতা মানে বজ্র মুষ্ঠি
স্লোগানে স্লোগানে উত্তাল,
স্বাধীনতা মানে জয় বাংলা
লাখ আলোকিত মশাল।

স্বাধীনতা মানে ফুলের হাসি
মাঝির কন্ঠে গান,
স্বাধীনতা মানে লাল সবুজ এক
পতাকার সম্মান।

রচনাকালঃ ২২ মার্চ ২০০০