নষ্টা মনের নষ্টামিতে
দুঃখ ভুলার ছলে
কি খুঁজছিস বত্রিশের
ইট পাথরের তলে?
ওরে অন্ধ এভাবে কি
তার খুঁজ পাওয়া যায়
তাহারে খুঁজে পাবি
এই বাংলার পতাকায়।
বত্রিশ আছে ইতিহাসের
পাতায় পাতায় লেখা
বাংলা মাটির প্রতিটি কণায়
বত্রিশ যায় দেখা।
যতদিন রবে পদ্মা মেঘনা
যমুনা বহমান
ততদিন রবে বাঙালি হৃদয়ে
বত্রিশ অম্লান।
এই বাংলার সবুজ জমিনে
বত্রিশ চির লাল
বত্রিশ ছিল বত্রিশ আছে
থাকবে চিরকাল।
যেই পথ দিয়ে পালিয়ে ছিল
টিক্কা ও ইয়াহিয়া
স্বপ্ন ভেঙে তোরাও জানি
পালাবি সে পথ দিয়া।
*****
রচনা কালঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৫