এমন যদি হতো!
অত্যাচারীর হুংকারে সব
স্তব্ধ হয়ে যেতো।
দম্ভে ক্রোধে জিতে যেতো
ফেরাউন নমরূদ!
না আসিতো দাউদ মূসা
প্রিয় নবী মুহাম্মদ(সা.)।

এমন যদি হতো!
অহংকারীর কাছে সবাই
করবে মাথানত।
ব্রিটিশ আজো আমাদেরে
রাখতো করে গোলাম
জন্মিতো না এই ভূমিতে
শিশু বীর ক্ষুদিরাম।

এমন যদি হতো!
ধমক খেয়ে পালিয়ে যাবে
নেংড়ি কুকুর মতো।
মা মাটি আর মুখের ভাষা
বাংলাকে ভালোবেসে
না আসিতো বায়ান্ন আর
একাত্তোর এই দেশে।

এমন যদি হতো!
দস্যু ডাকাত লুটেরা সবে
থাকবে সমুন্নত।
সাম্রাজ্যে থাকতো আজো
রোমান মঙ্গলিয়া
রক্ত পিয়াসী চেঙ্গিস খান
টিক্কা ইয়াহিয়া।

এমন যদি হতো!
শাসক সকল শোষণ করে
করবে পদানত।
উদয় হতো না মহান নেতা
মুজিবুর রহমান
হতো না এই বাংলাদেশটা
থাকতো পাকিস্তান।

এমন যদি হতো!
স্বপ্নের এই দেশের সবাই
সোনার মানুষ হতো!
স্বপ্নপুরীর আশায় সবাই
করতো স্বপ্ন চাষ
ফুল ফসলে থাকতো পূর্ণ
দেশটা বারো মাস।

এমন যদি হতো!
নির্ভীক সেই স্বপ্ন চাষী কে
আবার পাওয়া যেত!
প্রাণের দামে দিয়েছ এনে
গৌরব অহংকার
তোমার প্রতি লক্ষ্য সালাম
চেতনার রূপকার।
*****

রচনা কালঃ ২৩ মে ২০২৩